• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে  লকডাউন কার্যকরে যৌথ বাহিনীর সভা শেষে শহর পরিদর্শন

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১, ২০২১
সুনামগঞ্জে  লকডাউন কার্যকরে যৌথ বাহিনীর সভা শেষে শহর পরিদর্শন

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: করোনাভাইরাস জনিত রোগ কোভিড ১৯ এর বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি নিষেধ আরোপ এবং জন সচেতনতার লক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১ জুলাই সকাল ১০ টায় যৌথ বাহিনীর এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেঃ কর্ণেল মাহবুব, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিজন কুমার সিংহ, র‌্যাব ৯  সুনামগঞ্জ সিপিসি  কমান্ডার সিঞ্চন আহমেদ , আনসার কমান্ডার মোঃ সাজ্জাদ হোসেন, এন এস আই যুগ্ম পরিচালক ডঃ মোঃ রফিকুল ইসলাম, অ‌তিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, এনডিসি  রিফাতুল হক সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার গণ। সভা শেষে যৌথ বাহিনী সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট পরিদর্শন করেন এবং জনগনকে সরকার ঘোষিত লকডাউন মেনে চলার আহবান জানান।  পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন আজ ১ জুলাই হতে ৭ জুলাই সরকার সারা দেশে কঠোর লকডাউন ঘোষনা করেছে। এ সময় যে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবেন না। যদি বিশেষ প্রয়োজনে বের হন অবশ্যই মাস্ক পরিধান করে বের হবেন।  নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া বাকী সব কিছু বন্ধ থাকবে।  এসব আইন কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক আরো বলেন সাত দিনের এই লকডাউনে কর্মজীবি মানুষ   কর্মহীন হয়ে পড়বে আমরা তাদের তালিকা ইতিমধ্যেই করে ফেলেছি তাদের অদ্যই সরকারী সহায়তার আওতায় নিয়ে আসা হবে।  বিজিবির অধিনায়ক তসলিম এহসান বলেন সুনামগঞ্জ জেলার সব কটি সীমান্ত এলাকায় বিজিবির কড়া পাহাড়া রয়েছে কোন ভাবেই সীমান্ত পার হয়ে আসা যাওয়ার কোন সুযোগ নেই।  পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম বলেন পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানের মধ্যে আছে আইন অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।