• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রোটারি বর্ষবরণ উপলক্ষে রান্না করা খাবার বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১, ২০২১
রোটারি বর্ষবরণ উপলক্ষে রান্না করা খাবার বিতরণ

 

লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ:  রোটারি বর্ষ ২০২১-২২ কে বরণ উপলক্ষে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর সিলেট অঞ্চলের রোটারিয়ানরা  ১ জুলাই দুপুরে সিলেটের  রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, রোটারি হাসপাতাল  এবং বোরহানউদ্দীন এতিম খানা মাদ্রাসায় রান্না করা খাবার বিতরণ করেন।  খাবার বিতরণের সার্বিকভাবে নেতৃত্বে ছিলেন পিডিজি প্রিন্সিপাল কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সিলেট অরেঞ্জ সিটি ক্লাবের পিপি একেএম শামসুল হক দিপু। উক্ত খাবার বিতরণে আর্থিক সহায়তা প্রদান করেছে রোটারি ক্লাব অব মেট্রপলিটন সিলেট, রোটারি ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটি , রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল, রোটারি ক্লাব অব  সিলেট সেন্ট্রাল, পিপি একেএম শামসুল হক দিপু ও পিডিজি এম আতাউর রহমান পীর। খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন সিলেট ইম্পেরিয়াল এর প্রেসিডেন্ট হাসান কবির চৌধুরী, সিলেট মেট্রোপলিটন এর প্রেসিডেন্ট সাইফুর রহমান খোকন, এজি মোঃ আবু সুফিয়ান, পিপি আজিজুর রহমান, জোন কর্ডিনেটর ফয়সল করিম মুন্না প্রমুখ। খাদ্য বিতরণ করতে গিয়ে পিডিজি এম আতাউর রহমান পীর বলেন, রোটারিয়ানদের কাজ হচ্ছে নিজ অর্থ ব্যয় করে সামর্থ অনুযায়ী অন্যের সেবা করে তাদের মুখে হাসি ফুটানো এবং পৃথিবীকে বসবাস উপযোগী শান্তিময় স্থান হিসেবে গড়ে তোলা। তিনি লক ডাউনের সময় ভাসমান মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচী অব্যাহত রাখতে উপস্থিত রোটারিয়ানদের আহ্বান জানান।