• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৩৫ মিনিটের পরীক্ষামূলক উড্ডয়নে সফল উড়ন্ত গাড়ি

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৩০, ২০২১
৩৫ মিনিটের পরীক্ষামূলক উড্ডয়নে সফল উড়ন্ত গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : স্লোভাকিয়ায় একটি প্রোটোটাইপ উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়েছে। সোমবার (২৮ জুন) নিত্রা ও ব্রাটিসলাভা বিমানবন্দরের মধ্যে ৩৫ মিনিটের একটি ফ্লাইট সম্পন্ন করে গাড়িটি। এই হাইব্রিড কার-এয়ারক্রাফটে ব্যবহৃত হয়েছে বিএমডব্লিউ ইঞ্জিন এবং সাধারণ গাড়ির তেল। বুধবার (৩০ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গাড়িটির প্রস্তুতকারক প্রফেসর স্টেফান ক্লিন জানিয়েছেন, গাড়িটি এক হাজার কিলোমিটার দূরত্ব উড়ে পার করতে পারে। এসময় আট হাজার ২০০ ফুট উচ্চতায় পৌঁছানোর সক্ষমতা আছে এই যানের। এখন পর্যন্ত ৪০ ঘন্টা ওড়া গাড়িটি সাধারণ অবস্থা থেকে উড়ন্ত যানে পরিণত হতে সময় নেয় দুই মিনিট ১৫ সেকেন্ড।

সোমবারের উড্ডয়নের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন প্রফেসর ক্লিন। তিনি জানান, বাতাসে গাড়িটির ক্রুজিং স্পিড ছিল ১৭০ প্রতি ঘণ্টায় কিলোমিটার। গাড়িটিতে দুইজন বসতে পারে। তবে সর্বোচ্চ ২০০ কেজি ওজন নিতে পারে এই উড়ন্ত যান। তবে আকাশে ওড়া ও নামার জন্য রানওয়ে দরকার পড়ে গাড়িটির।