• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকের নিম্নাঞ্চল প্লাবিত,বড় ধরনের বন্যার আশংকা

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৩০, ২০২১
ছাতকের নিম্নাঞ্চল প্লাবিত,বড় ধরনের বন্যার আশংকা

 

তমাল পোদ্দার, ছাতক:তিনদিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলে ছাতকের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদ-নদীতে দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। এখানে বড় ধরনের বন্যার আশংকা করছেন স্থানীয়রা। উপজেলার নিম্নাঞ্চল ইসলামপুর, নোয়ারাই, ভাতগাঁও, সিংচাপইড়, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, জাউয়াবাজার ও চরমহল্লা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, ঘর-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি ছুই-ছুই করছে। ইসলামপুর ইউনিয়নের রতনপুর, নিজগাঁও, সৈদাবাদ, নোয়াকোট, গাংপাড়, বৈশাকান্দি, বাহাদুরপুর, নোয়ারাই ইউনিয়নের মানিকপুর, গোদাবাড়ী, চরভাড়া, চানপুর, কালারুকা ইউনিয়নের রামপুর, আজিদরপুর, ছিক্কা, মালিপুর, আরতানপুর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাবুলী-নোয়াগাঁও, কটালপুর, ফুরকানচক, ভাতগাঁও ইউনিয়নের জালিয়া, হায়দরপুর, সিংচাপইড় ইউনিয়নের মহদী, সিংচাপইড়, আইনাকান্দি, দোলারবাজার ইউনিয়নের কচুরকান্দি, খাগহাটা, মঈনপুর, কাটাশলা, ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর, ফলিরগাও, ছৈলা, উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল, রুক্কা, গদারমহল, ফুরকাননগর, ঘাটপাড়, এলঙ্গী, দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাও, রাউলী, মনিরগাতি, হাতদনালী, হরিশরন, জাউয়াবাজার ইউনিয়নের আবিদপুর, কৈতক, ঝামক, সুড়িগাও, কপলা, চরমহল্লা ইউনিয়নের আছাকাছর, চড়বাড়ুকা, কেজাউরা, হাসারুচড়, ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা, বাউশা, বড়বাড়ি, মাছুখালি প্রভৃতি এলাকা বৃষ্টি ও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার হাজার-হাজার মানুষ। সুরমা নদীর দু’পাড়ে বালু, পাথর লোড-আনলোড হলেও বুধবার বিকেল থেকে তা বন্ধ হয়ে পড়েছে। নদ-নদীতে পানিবৃদ্ধি অব্যাহত থাকলে দু’একদিনের মধ্যে গ্রামাঞ্চলের রাস্তা-ঘাট তলিয়ে যাবে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এখানের সুরমা, পিয়াইন ও চেলা নদীতে পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ছাতকের উপসহকারী প্রকৌশলী খালিদ হাসান জানান, সুরমা নদীর পানি বিপদসীমার ৫২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।