• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ড ৫৫ বছর পর ২ গোলে জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৯, ২০২১
ইংল্যান্ড ৫৫ বছর পর ২ গোলে জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে

বিবিএন স্পোর্টস ডেস্ক:ফুটবল ‘ঘরে ফেরানোরমন্ত্র এই প্রথম না, আরও বহুবার শুনিয়েছে ইংল্যান্ড এবারের ইউরোর ফাইনাল ওয়েম্বলিতে বলে শোরগোল একটু বেশি শোনা যাচ্ছে এই যা। তবে সেটা এবার গর্জনে রূপ নিতেই পারে।

ইংল্যান্ড সর্বশেষ ফুটবল ‘ঘরে ফিরিয়েছিল১৯৬৬ বিশ্বকাপে। সেবার ওয়েম্বলিতে ফাইনালে জার্মানিকে হারিয়েছিল ইংল্যান্ড।এরপর আর ওয়েম্বলিতে বড় টুর্নামেন্টে জার্মানিকে হারাতে পারছিল না ইংল্যান্ড। সে গেরো কেটেছে আজ। জার্মানিকে আজ ইউরোর শেষ ষোলোতে  গোলে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ফুটবল ঘরে ফেরার গর্জন তাই শুরু করতেই পারে ইংলিশরা।

দুই দলই তিনজনের রক্ষণ নিয়ে নেমেছিল। দুই উইংব্যাকসহ মাঝমাঠেও চারজন ছিল দুই দলেরই। তবে তফাৎটা ছিল আক্রমণে। একদিকে ইংল্যান্ড মূল স্ট্রাইকার হ্যারি কেইনের দুই পাশে দুই উইঙ্গার রাহিম স্টার্লিং  বুকায়ো সাকাকে নিয়ে নেমেছিল। ওদিকে জার্মানির মূল স্ট্রাইকার হিসেবে নেমেছিলেন গ্রুপ পর্বে কোনো ম্যাচের একাদশে না থাকা টিমো ভের্নার। তাঁরপেছনের দুজন অবশ্য তিন ম্যাচেই ছিলেন। স্ট্রাইকারের ছায়া সঙ্গী হিসেবে খেলতে পছন্দ করা টমাস মুলার  কাই হাভার্টজ।

জার্মানির মাঝমাঠেও কোনো চমক ছিল না। দুই উইংয়ে ইয়োশুয়া কিমিখ  রবিন গোসেনস। মাঝে টনি ক্রুস  লিওনগোরেৎসকা। ইংল্যান্ড দলের মাঝমাঠ দেখলে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া হতে বাধ্য। দুই উইংয়ে কিয়েরান ট্রিপিয়ার  লুক শরইনামার কথা। কিন্তু হাতে জেসন মাউন্টফিল ফডেন  জ্যাক গ্রিলিশের মতো সৃষ্টিশীল মিডফিল্ডার থাকতেও কেলভিনফিলিপসের সঙ্গী ডেকলান রাইস। অবশ্য ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের অতীত রেকর্ড এমন একাদশের পক্ষেই কথা বলে।ম্যাচ শেষের ফলও সাউথগেটকে আপাতত সঠিক প্রমাণিত করেছে।

ওয়েম্বলিতে ম্যাচ বলে দুই দলই আত্মবিশ্বাস খুঁজে নিতে পারছিল। এই মাঠে সর্বশেষ সাত ম্যাচে ইংল্যান্ডের কাছে হারেনিজার্মানি। ওদিকে ইংল্যান্ডের ফুটবলের একমাত্র বড় অর্জন ১৯৬৬ এর বিশ্বকাপের ফাইনালের সে জয়টিও এই মাঠেইজার্মানির বিপক্ষেই। কে জানেওই ম্যাচের স্মৃতিই হয়তো ডেকলান রাইসকে একাদশে জায়গা করে দিয়েছিল। ’৬৬ এর বিশ্বকাপ ফাইনালেহ্যাটট্রিক করা জিওফ হার্স্টের ক্লাব ওয়েস্ট হামেই খেলেন রাইস।

প্রথম কয়েক মিনিটে দুই দলই সমানেসমান ছিল। কিন্তু দর্শকের উপস্থিতিতে মানসিকভাবে শক্তিশালী ইংল্যান্ডই এর পর দাপট দেখিয়েছে। একাধিকবার গোলের সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিক দল। ১৬ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে বাঁকানো এক শট নিয়েছিলেন স্টার্লিং। সেটা ঠেকাতে ম্যানুয়েল নয়্যারকে নিজের দক্ষতার পুরোটা দেখাতে হয়েছে।

৩২ মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল জার্মানি। প্রতি আক্রমণে ওঠা দলটির হাভার্টজ তাঁর চেলসি সতীর্থকে দারুণ এক থ্রু বল দিয়েছিলেন। কিন্তু ভের্নার সে সুযোগ কাজে লাগাতে পারেননিবল মেরেছেন ইংলিশ গোলকিপার পিকফোর্ডের গায়ে।

সুযোগ নষ্টের প্রতিযোগিতা হলে অবশ্য জিতবেন হ্যারি কেইন। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্টার্লিং একাই বল নিয়ে ঢুকে পড়েছিলেনজার্মান ডিবক্সে। তাঁকে আটকালেও বল আটকাতে পারেননি জার্মান খেলোয়াড়েরা। সে বল গিয়ে পড়ে একা দাঁড়িয়ে থাকাকেইনের কাছে। বল নিয়ন্ত্রণ ঠিকভাবে করতে পারেননি কেইনযখন নিয়ন্ত্রণে নিলেন ততক্ষণে ম্যাট হুমেলস এসে পা থেকে বলকেড়ে নিয়েছেন। মাত্র  গজ দূরত্ব থেকে সহজতম এক গোল পাওয়ার সম্ভাবনা নষ্ট হলো ইংল্যান্ডের।

দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানির খেলার আগ্রহ দেখা দিয়েছিল। এরই ফল৪৯ মিনিটে হাভার্টজের গোলা। পিকফোর্ডের রিফ্লেক্স সেযাত্রা ইংল্যান্ডকে বাঁচিয়ে দিয়েছে। মিনিট পাঁচেক একটু আক্রমণপাল্টা আক্রমণ দেখা গেল। তারপরই ঝিমুনি এনে দেওয়া ফুটবল। এক পর্যায়ে তো মনে হচ্ছিল কোনোমতে অতিরিক্ত সময়ে খেলা নিতে পারলেই বাঁচে দুই দল। তখনই ম্যাচে প্রাণ ফিরল।

৭৫ মিনিটে লুক শর একটা নিচু ক্রস জার্মানি রক্ষণে ফাটল সৃষ্টি করে। ছয় গজ দূর থেকে নেওয়া স্টার্লিংয়ের শট আটকানোর উপায় ছিল না নয়্যারের।

৮১ মিনিটে তিন ইংলিশ ডিফেন্ডারের সঙ্গে পাল্লা দিয়েও গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন টমাস মুলার। কিন্তু বক্সে ঢুকারমুখে নেওয়া তাঁর শট পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে।

 ভুলটাই হয়তো মুলারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ভুল হয়ে রইল। দেড় বছর পর জাতীয় দলে ফেরা মুলার ইউরোতেকোনো গোল না করেই ফিরলেন এবার।

মুলারের এই ভুলটাকে বড় করে তুললেন কেইন। প্রথমার্ধের ভুলটা ভুলিয়ে দিলেন ৮৬ মিনিটে। গ্রিলিশের দারুণ এক পাসআবার ছয় গজের মধ্যে ফাঁকায় পেয়ে গেল কেইনকে। এবার আর নিয়ন্ত্রণের ধার ধারেননি কেইন। মাথা নিচু করে দারুণ একহেডে দলের জয় নিশ্চিত করেছেন অধিনায়ক।(রানার মিডিয়া)   

ম্যাচের বাকি সময়ে জার্মানি শুধু হাপিত্যেশ বাড়িয়েছে নিজেদের।