• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

১৯ জুলাই থেকে ইংল্যান্ডে করোনার বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত চুড়ান্ত

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৯, ২০২১
১৯ জুলাই থেকে ইংল্যান্ডে করোনার বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত চুড়ান্ত

বিবিএন ডেস্ক: ব্রিটেনে গত ৬ মাসের মধ্যে সোমবার সর্বাধিক সংখ্যক ২২ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হওয়া সত্ত্বেও ইংল্যান্ডে আগামী ১৯ জুলাই থেকে প্রায় সকল ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন নতুন হেলথ সেক্রেটারী সাজিদ জাভিদ। তিনি সোমবার বিকালে পার্লান্টে এই ঘোষণা দেন। তিনি পার্লামেন্টে জানান ১৯ জুলাই বিধিনিষেধ পুরোপুরি তুলে না নেওয়ার ক্ষেত্রে কোন কারন দেখছেন না।

তিনি বলেন, নিষেধাজ্ঞা তুলে নেয়ার ক্ষেত্রে ঝুকি শুন্যে নেমে আসবে তা মনে করেন না। কভিড নিয়েই আমাদের বেঁছে থাকতে হবে।

ব্রিটেনে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু কমে আসায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তাছাড়া গণহারে ভ্যাকসিন কর্মসূচি পরিচালিত করায় এর সুফলতা দেখতে পাচ্ছে সরকার।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও সোমবার একই কথা বলেছেন। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে এবারই সবচেয়ে আস্থার সঙ্গে এমন কথা বললেন জনসন।

কোভিড বিধি ভঙ্গ করার কারনে দু’দিন আগেই বাধ্য হয়ে সাবেক হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক পদত্যাগ করেন। এ নিয়ে সমালোচনার মুখে পড়া জনসন সরকার গত সপ্তাহেই অর্থনীতি সচল করে দেওয়ার আশায় ছিল।