• ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৬ হিজরি

সুরমা নদীর ভাঙ্গন রোধে অচিন্তপুর – রাজারগাঁওয়ে ডাম্পিং  কাজের উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৯, ২০২১
সুরমা নদীর ভাঙ্গন রোধে অচিন্তপুর – রাজারগাঁওয়ে ডাম্পিং  কাজের উদ্বোধন

লতিফুররহমানরাজ.সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অচিন্তপুর ও রাজারগাঁওকে সুরমা নদীর ভাঙ্গন হতে রক্ষা কল্পে জরুরী বস্তা ডাম্পিং কাজ শুরু করেছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। সোমবার  দুপুরে এই ডাম্পিং কাজের শুভ উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সবিবুর রহমান। এসময় এলাকাবাসীকে নিয়ে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় তিনি বলেন আমি ধন্যবাদ জানাই সুনামগঞ্জ -৪ আসনের  সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ কে  যার অক্লান্ত প্রচেষ্ঠায় আমরা কাজটি শুরু করতে পেরেছি। এই কাজটির অনুমোদন আনতে এমপি  পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী র  সাথে বার বার কথা বলেছেন যার ফলশ্রুতিতে আমরা দ্রুত অনুমোদন পাওয়ায় কাজটি আজ শুরু করতে পেরেছি। এমপি  এই এলাকার নদী ভাঙ্গন রোধে অত্যন্ত তৎপর। তিনি বলেন কাজে কোন প্রকার অনিয়ম দূর্নীতি সহ্য করা হবেনা। কাজটি সঠিক ভাবে বাস্তবায়নে আমাদের লোকজন সার্বক্ষণিক মাঠে থাকবে। এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কাজের বিষয়ে সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখবেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী প্রীতম দাস উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল সিদ্দিকী জরুরী কাজ বাস্তবায়ন সংক্রান্ত কমিটিতে সুনামগঞ্জ -৪ আসনের এমপি  প্রতিনিধি সজ্জাদুর রহমান সাজু, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার  প্রতিনিধি উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোলেমান মিয়া গৌরারং ইউপি জাপা নেতা শওকত আলী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ইউপি সদস্য মহিম উদ্দিন মহিম,  সালিশ ব্যক্তিত্ব আব্বাস উদ্দীন, আওয়ামীলীগ নেতা হাসিন মিয়া,  আমিনুল হক মাস্টার,  সমাজ সেবক সালেহ আহমদ, ব্যবসায়ী শাহাব উদ্দীন, মিনারুল, খোকন, রশাদ মিয়া প্রমূখ।ভাঙ্গন কবলিত নদী তীরবর্তী বাসিন্দাদের পক্ষে বক্তব্য রাখেন  নাজিম উদ্দিন তিনি বলেন এই বছরে অতিভাঙ্গন শুরু হলে আমাদের অভিভাবক পীর মিসবাহ্ এমপি  তাৎক্ষনিক এই ভাঙ্গন এলাকা পরিদর্শনে এসে আমাদেরকে কথা দিয়েছিলেন খুব তাড়তাড়ি এই ভাঙ্গন বন্ধে কাজ শুরু করা হবে। আমরা আজ অত্যন্ত আনন্দিত এমপি  তার দেওয়া কথা অনুযায়ী কাজ শুরু করেছেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এমপি কে  অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
যুবলীগ নেতা আজিমুল হক বলেন,  আমাদের সংসদ সদস্য মিসবাহ ভাই ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সবিবুর রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আশা করছি উনাদের সহযোগিতায় আমরা স্হায়ী ভাবে নদী রক্ষার কাজ হবে।
উল্লেখ্য কাজটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৪৯  লক্ষ টাকা।