• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে শত্রুতার জেরে গরুর পা কেটে বিচ্ছিন্ন,গরু জবাই করে মাংস বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৮, ২০২১
ছাতকে শত্রুতার জেরে গরুর পা কেটে বিচ্ছিন্ন,গরু জবাই করে মাংস বিতরণ

বিবিএন ডেস্ক: ছাতকে শত্রুতাবসত একটি গরুর পা কেটে ফেলেছে এক যুবক।
রবিবার বিকেলে উত্তর খুরমা ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের উত্তরের মাঠে এ ঘটনাটি ঘটেছে।
ঘিলাছড়া গ্রামের গরু ব্যবসায়ী উকিল আলীর একটি গরুর পা দা’দিয়ে কুপিয়ে কেটে বিচ্ছিন্ন করে দেয় মৈশাপুর গ্রামের মনাই মিয়ার ছেলে ছালিক মিয়া।
৫০ হাজার টাকা মূল্যের গরুটির পা কেটেও সে ক্ষান্ত হয়নি। মৈশাপুর পূর্বপাড়ার সাদ উদ্দিন, ছালিক মিয়া ও ৩নং ওয়ার্ডের সদস্য ছায়াদ মিয়া মাঠ থেকে গরু এনে জবাই করে নিজেদের মধ্যে মাংস বিতরণ করে নিয়ে গেছে।
নির্মম ও নিষ্ঠুর এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উকিল আলী জানান, নির্মমভাবে তার গরুটির পা কেটেও তারা কোনো অনুশোচনা বোধ করে নি। জোরপূর্বক গরুটি নিয়ে তারা জবাই করে মাংস বিতরণ করে নিয়ে গেছে।