• ২৭শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে আজ আক্রান্ত প্রায় ২৩ হাজার,ছয় মাসে সর্বোচ্চ আক্রান্ত

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৮, ২০২১
ইংল্যান্ডে আজ আক্রান্ত প্রায় ২৩ হাজার,ছয় মাসে সর্বোচ্চ আক্রান্ত

বিবিএন ডেস্ক: যুক্তরাজ্যে আজ ভয়াবহ হারে বেড়েছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। আজ দেশটিতে আক্রান্ত প্রায় ২৩ হাজার।  গত ৩০ জানুয়ারীর পর আজ দেশটিতে সর্বোচ্চ সংখ্যাক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে আশার খবর হচেছ আজ দেশটিতে আজ মৃত্যু অনেক কমেছে।

আজ যুক্তরাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮৬৮ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন।

স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, যদিও মৃত্যু অনেক কম। কিন্তু আক্রান্ত ভয়াবহ হারে বেড়েছে গত ২৪ ঘন্টায়।
গতকাল যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলো ১৪ হাজার ৮৭৬ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১১ জন।

এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৫৫ হাজার ৭৮ জন। আর এখন পর্যন্ত যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লাক ২৮ হাজার ১০৩ জন।

আজ পর্যন্ত যুক্তরাজ্যে টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন ৪ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার ৫১১ জন। আর দেশটিতে টিকার দুই ডোজই গ্রহন করেছেন ৩ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৭৪৬ জন।

এদিকে যুক্তরাজ্যে আক্রান্ত বাড়ার সাথে সাথে হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে। ২৪ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা রয়েছে ১ হাজার ৫০০ জন।

স্বাস্থ বিভাগ থেকে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা গত জানুয়ারীর অবস্থানে ফিরে গেলেও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা জানুয়ারীর তুলনায় অনেক কমেছে। গত জানুয়ারীর মাঝামাঝি সময়ে যুক্তররাজ্যে হাসপাতালে রোগী ভর্তি ছিলো ৩৯ হাজারের কাছাকাছি।

অণ্যদিকে যুক্তরাজ্যে আক্রান্ত বাড়ার সাথে সাথে পুরোপুরি লকডাউন খোলার সময়ও এগিয়ে আসছে। আগামী ১৯ জুলাই লকডাউন পুরোপুরি খোলার কথা রয়েছে। বিষয়টি নিয়ে নতুন স্বাস্থ্য সেক্রেটারী সাজিদ জাভিদ জানান, আগামী ১৯ জুলাইয়ের আগে লকডাউন খোলার বিষয়ে যে আলোচনা রয়েছে তা হয়তো হবে না।

তবে আগামী ১৯ জুন লকডাউন পুরোপুরি খুলে দেওয়ার ব্যপারে সরকার এখনও আত্মবিশ্বাসী। তবে তারা করোনা ভাইরাসের তথ্য গুলো যাচাই বাছাই করছে। আর এরই পরই সব স্বিদ্ধান্ত গ্রহন করা হবে। তবে সবার জন্য যা ভালো হবে তাই সরকার করবে।(রানার মিডিয়া)