• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লন্ডনে লকডাউন বিরোধী মিছিল থেকে প্রধানমন্ত্রীর বাড়িতে টেনিস বল নিক্ষেপ!

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৭, ২০২১
লন্ডনে লকডাউন বিরোধী মিছিল থেকে প্রধানমন্ত্রীর বাড়িতে টেনিস বল নিক্ষেপ!

বিবিএন ডেস্ক: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্য সরকারের জারি করা লকডাউন ও বিধিনিষেধের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুন শনিবার সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এসময় বিক্ষোভকারীরা ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিট এবং পার্লামেন্ট ভবনের দিকে টেনিস বল ছুড়ে মারেন।

যুক্তরাজ্যে ২১ জুন থেকে লকডাউন তুলে নেওয়া কথা ছিল কিন্তু ডেলটা ধরনের সংক্রমণ বাড়ায় দেশটিতে আরও এক মাস লকডাউন বাড়ানো হয়। বিক্ষোভে অংশ নিতে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা ডেভন থেকে এসেছেন আয়েন ম্যাককসল্যান্ড। তিনি বলেন, আমি সরকারের ওপর পুরোপুরি রাগান্বিত। আমার মতো  সবাই রাগান্বিত।