• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ভারতীয় মদ,ইঞ্জিন নৌকা এবং বাঁশ আটক করেছে সুনামগঞ্জ বিজিবি

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৭, ২০২১
ভারতীয় মদ,ইঞ্জিন নৌকা এবং বাঁশ আটক করেছে সুনামগঞ্জ বিজিবি
লতিফুর রহমান রাজু ,সুনামগঞ্জ: বনগাঁও বিওপির টহল দল  সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের বনগাঁও নদী নামক স্থান হতে অবৈধভাবে  বালু উত্তোলনরত অবস্থায় ইঞ্জিনসহ ১টি বারকি নৌকা আটক করে, যার মূল্য ১,লক্ষ ৭০  হাজার,- টাকা।
পেকপাড়া বিওপির টহল দল  দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ৯০ পিস ভারতীয় মুলি বাঁশ আটক করে, যার মূল্য ৫,৪০০/- টাকা।

নারায়নতলা বিওপির টহল দল  সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের বর্ডার হাট নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৬,০০০/- টাকা।

মাঠগাঁও বিওপির টহল দল  দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ইসলামপুর নামক স্থান হতে ১৯০ পিস ভারতীয় মুলি বাঁশ এবং ১০০ পিস সীপ বাঁশ আটক করে, যার মূল্য ১৩,৪০০/- টাকা।
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, বাঁশ বনভিট কার্যালয় এবং ইঞ্জিনসহ নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।