বিবিএন ডেস্ক: সিলেট থেকে ছাতক আসার পথে গোবিন্দগঞ্জ এলাকায় এক সৌদি প্রবাসীর পাসপোর্ট হারিয়ে গেছে। আজ সন্ধ্যা ৭-৮ টার দিকে সিলেট থেকে ছাতক আসার সময় গোবিন্দগঞ্জ এলাকায় ইমদাদুল হক মুন্নার পাসপোর্ট টি হারিয়ে যায়। উল্লেখ্য তিিন ২ মাস আগে সৌদি থেকে দেশে আসেন।

কোন সহৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন, দয়া করে নীচের মোবাইল নাম্বারে ও ঠিকানায় যোগাযোগ করবেন। সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে।
মোবাইল ঃ +8801308495736 (মুন্না)
অথবা বিক্রমপুর ভিজা মিষ্টি ছাতক।