লতিফুর রহমান রাজু ,সুনামগঞ্জ: বনগাঁও বিওপির টহল দল সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের বনগাঁও নদী নামক স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ইঞ্জিনসহ ১টি বারকি নৌকা আটক করে, যার মূল্য ১,লক্ষ ৭০ হাজার,- টাকা।
পেকপাড়া বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ৯০ পিস ভারতীয় মুলি বাঁশ আটক করে, যার মূল্য ৫,৪০০/- টাকা।
নারায়নতলা বিওপির টহল দল সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের বর্ডার হাট নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৬,০০০/- টাকা।
মাঠগাঁও বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ইসলামপুর নামক স্থান হতে ১৯০ পিস ভারতীয় মুলি বাঁশ এবং ১০০ পিস সীপ বাঁশ আটক করে, যার মূল্য ১৩,৪০০/- টাকা।
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, বাঁশ বনভিট কার্যালয় এবং ইঞ্জিনসহ নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।