• ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই সফর, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্যে ৪৩ বার করোনা পজিটিভ রোগী এবার করোনামুক্ত

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৬, ২০২১
যুক্তরাজ্যে ৪৩ বার করোনা পজিটিভ রোগী এবার করোনামুক্ত

বিবিএন ডেস্ক:  টানা ৪৩ বার করোনা পজিটিভ। ১০ মাস পর সুস্থ হয়েছে যুক্তরাজ্যের এক বৃদ্ধ। করোনা ভাইরাস শুরুর পর থেকে একজন রোগী ৪৩ বার করোনা পজিটিভ ধরা পরে।

টানা ১০  মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল আর বাড়ি ছুটোছুটি করতে হয়েছে এই রোগীকে। তবে আশার খবর হচ্ছে ব্রিটেনের সেই বৃদ্ধ সম্প্রতি করোনামুক্ত হয়েছেন।

জানা গেছে পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দা বছর বাহাত্তরের ডেভ স্মিথ। গত বছরের মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁকে সাত বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডেভ বলেন, “একটা সময় মৃত্যু নিশ্চিত বুঝে পরিবারের সকলকে ডেকে পাঠিয়েছিলেন বিদায় জানানোর জন্য।”

পরিবার থেকে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েক বার পরিবার মনে করেছিলো এই দফায় তারা তাদের এই প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলবেন। কিন্তু মহান সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞ যে তিনি ডেভকে সুস্থ করে দিয়েছেন।

যত বারই ডেভের কোভিড পরীক্ষা করা হয়েছে, তত বারই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। টানা দশ মাস ধরে এক জন কী ভাবে করোনায় আক্রান্ত হতে পারেন তা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগের বিশেষজ্ঞ এড মোরান জানিয়েছেন, ডেভের শরীরে করোনাভাইরাস অত্যন্ত ‘সক্রিয়’ ছিল। শেষমেশ ককটেল অ্যান্টিবডি চিকিৎসার মাধ্যমে ডেভকে সুস্থ করে তোলা হয়। ডেভের দেহে কী ভাবে ভাইরাস সক্রিয় ছিল, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞরা।(রানার মিডিয়া)