বিবিএন ডেস্ক: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসা ধারণ এর হিফযের সমাপনী ও সবক অনুষ্ঠান আজ শনিবার মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল আজীজ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হাফিজ আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সবক দান করেন স্কুল অব এক্সিলেন্স এর প্রিন্সিপ্যাল ও অত্র প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে, বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ মোশতাক আহমদ, তালামীয নেতা হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ মোশাহিদুল ইসলাম, হাফিজ করিম উদ্দীন, ক্বারী আবুল কালাম প্রমূখ।
অনুষ্ঠান শেষে মাদরাসার মরহুম সভাপতি ক্বারী আব্দুল কুদ্দুছ ছাহেব ও দারুল হাদীস সৎপুরের উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ ছাহেব সহ সংশ্লিষ্ট সকল মোর্দেগানদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।