• ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে টিকার দুই ডোজ নিয়েও হাসপাতালে ৪০ জন

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৪, ২০২১
ইংল্যান্ডে টিকার দুই ডোজ নিয়েও হাসপাতালে ৪০ জন

বিবিএন ডেস্ক: যুক্তরাজ্যে  এরই মধ্যে ৭৫ হাজারেরও বেশি মানুষ ভারতের ধরনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ তথ্যমতে বর্তমানে ৪৮৮ জন মানুষ ভারতের ধরনে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। যাদের মধ্যে ৯০ শতাংশই দুই ডোজ টিকা গ্রহণ করেন নি।

পাবলিক হেলথের দেওয়া তথ্যমতে ভারতীয় ধরনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির মধ্যে মাত্র ৪০ জন  টিকার দুই ডোজ গ্রহণ করেছেন। বাকিরা টিকার এক ডোজ দিয়েছেন বা কোন ডোজই গ্রহন করেন নি।

সংস্থাটি আরো জানায়, পহেলা ফেব্রুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৩২৪ জনের মধ্যে ৬৬ শতাংশই টিকা গ্রহন করেন।

বিষয়টি নিয়ে টিকা মন্ত্রী নাদিম যাওয়াই জানান, বর্তমানে হাসপাতালের চিত্র দেখলেই বোঝা যায়, টিকা কাজ করছে।

তিনি বলেন, বর্তমানে ১৮ বছরের উর্ধ্বে মানুষদের টিকা দেওয়া হচ্ছে। তরুনরা যদি সবাই টিকা গ্রহন করেন তাহলে আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা কমে যাবে।

এদিকে গতকাল যুক্তরাজ্যে একদিনের ব্যবধানে আক্রান্ত ৪৪ শতাংশ বেড়েছে। গতকাল আক্রান্ত ১৬ হাজার অতিক্রম করেছে যুক্তরাজ্যে।

অন্যদিকে করোনার নতুন নতুন ধরন সব সময়ই যুক্তরাজ্যের জন্য নতুন আতঙ্ক। কারন যুক্তরাজ্যে নতুন আতঙ্ক হচ্ছে ভারতীয় ধরনের নতুন রূপ। ডেল্টা প্লাস নামের নতুন এই ধরনে এরই মধ্যে ৪২ জন রোগী সনাক্ত হয়েছে যুক্তরাজ্যে।

জনস্বাস্থ্যবিদদের মতে, করোনার ডেলটা প্লাস ধরন নিয়ে খুব বেশি তথ্য নেই। এমনকি অন্যান্য ধরনগুলোর তুলনায় করোনার নতুন এই ধরন কত দ্রুত ছড়ায়, সে ব্যাপারেও স্পষ্ট করে জানে না কেউ। ফলে করোনার এই ধরন নিয়ে উদ্বেগ রয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার এই ধরন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে।

এ বিষয়ে রয়্যাল সোসাইটি অব লন্ডনের ফেলো চিকিৎসক গগনদ্বীপ কাং বলেন, ‘করোনার ডেলটা প্লাস ধরনকে প্রকৃতপক্ষে উদ্বেগজনক বলতে  তাদের আরও তথ্যউপাত্ত প্রয়োজন।’

তবে এর কারণে বিভিন্ন দেশে করোনার নতুন ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রোগতত্ত্ববিদ নিল ফার্গুসন মনে করেন, যুক্তরাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে করোনার এই ধরন।(রানার মিডিয়া)