বিবিএন ডেস্ক: যুক্তরাজ্যের জন্য আজ বেশ খারাপ একটি দিন। আজ দেশটিতে গত ৬ ফেব্রুয়ারীর পর সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। আজ আক্রান্ত সংখ্যা ১৬ হাজার অতিক্রম করেছে। একই সাথে দেশটিতে মৃত্যুও বাড়ছে গত কয়েকদিন ধরে।
গত কয়েকদিন ধরে আক্রান্ত ১০ হাজার বা ১১ হাজারের মধ্যে থাকলেও আজ কিন্তু আক্রান্ত অনেক বেড়েছে। আজ যুক্তরাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৩৫ জন এবং করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন।
এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৭ জন। আর মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৬৭ হাজার ৮৭০ জন।
আজ পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছে ৪ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৬৮০ জন। আর টিকার দুই ডোজই পেয়েছে ৩ কোটিট ১৭ লাখ ৪০ হাজার ১১৫ জন। এখন পর্যন্ত ৬০ শতাংশ মানুষ করোনার দুই ডোজ এবং প্রায় ৮৩ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন।
এদিকে সরকারী হিসেবে মৃত্যু ১ লাখ ২৮ হাজার দেখালেও জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, তারা এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার মানুষের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করার কারনে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন। অর্থাৎ ডেথ সার্টিফিকেট ও সরকারি হিসেবের মধ্যে ২০ হাজার গড়মিল রয়েছে।
অন্যদিকে যুক্তরাজ্যে ভারতীয় ধরনের করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত প্রায় ৭৬ হাজার মানুষের দেহে ভারতীয় ধরন শনাক্ত করা হয়েছে। এছাড়া ভারতীয় ধরনের নতুন আতঙ্ক ডেল্টা প্লাস ভেরিয়েন্ট যা বর্তমানে বিশ্বের নতুন আতঙ্কের নাম, এই ধরনে যুক্তরাজ্যে ৪২ জন রোগী শনাক্ত করা হয়েছে যুক্তরাজ্যে।
পাবলিক হেলথের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নতুন ধরন যুক্তরাজ্যের জন্য বিপদ ডেকে আনছে। তৃতীয় ওয়েভের প্রাথমিক পর্যায়ে রয়েছে যুক্তরাজ্য। তাই এখন সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেছে স্বাস্থ্য বিভাগ।