• ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেট ৩ আসনে আপিলেও হাবিবের মনোনয়ন বৈধ

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৩, ২০২১
সিলেট ৩ আসনে আপিলেও হাবিবের মনোনয়ন বৈধ

সিলেট প্রতিনিধি  :: সিলেট-৩ আসনের উপ- নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা চ্যালেঞ্জ করে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে অভিযোগ করেছিলেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।

বুধবার দুপুরে সেই অভিযোগের শুনানি শেষে হাবিবের মনোনয়ন বৈধ ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

জানা যায়, গত ২০ জুন হাবিবের প্রার্থীতা চ্যালেঞ্জ করে প্রধান নির্বাচন কমিশনার বরবারে অভিযোগ দেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।

মঙ্গলবার (২২ জুন) শুনানিতে হাবিব নিজের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় বুধবার (২৩ জুন) ১১টা পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করা হয়।

পরে বুধবার দুপুর ১২টায় হাবিব তথ্যাদি পর্যালোচনা করে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে রায় ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট -৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব।