বিশেষ প্রতিনিধি, ছাতক থেকে:প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ছাতকে দুটি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয়। আইনশৃঙ্খলা রক্ষায় মাটে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। উপজেলার নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে আফজাল আবেদীন আবুল (নৌকা),বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা (চশমা), প্রতীক নিয়ে হাড্ডা হাড্ডি লড়াই করছেন।
এছাড়া মোশারফ হোসেন (আনারস), সামছুর রহমান (ঘোড়া), নাসির উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক নিয়ে লড়ছেন। এ ইউনিয়নের ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪২ প্রার্থী ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নোয়ারাই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ১৬৫ জন। সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে সাহাব উদ্দিন মোঃ সাহেলের (নৌকা), সাথে লড়াই করছেন বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী (মোটরসাইকেল)। আনোয়ার হোসেন (লাঙল), সায়েম আহমদ (আনারস), রাসেল মিয়া (চশমা), ফারুক মিয়া (রজনীগন্ধা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ইউনিয়নের ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। সিংচাপইড় ইউনিয়নে ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৯ জন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফয়েজুর রহমান জানান, অবাধ-নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।