• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা অমান্য করায় টাংগুয়ার হাওরে দুটি পর্যটক বাহী নৌকাকে জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২০, ২০২১
নিষেধাজ্ঞা অমান্য করায় টাংগুয়ার হাওরে দুটি পর্যটক বাহী নৌকাকে জরিমানা
লতিফুর রহমান রাজু ,সুনামগঞ্জ; করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে পর্যটন কেন্দ্রসমূহ সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাহিরপুর  উপজেলাতেও সম্মানিত পর্যটকদের ভ্রমণ না করার জন্য এবং নৌযানসমূহকে পর্যটক বহন না করার জন্য ইতোপূর্বে নির্দেশনা দেয়া হয়। কিন্ত কিছু পর্যটক এসব নিষেধাজ্ঞা অমান্য করে নৌকা যোগে ভ্রমণ করতে চলে আসে। প্রশাসন তাদের বুঝিয়ে বিদায় করে দেন।  যতদিন যায় ততই পর্যটক গণ আসত শুরু করেন।
   ২০ জুন  বিকাল   সাড়ে ৫. টায় স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা না মানায় টাঙ্গুয়ার হাওরে ২টি পর্যটকবাহী নৌযানকে মোবাইল কোর্টের মাধ্যমে ২টি মামলায় মোট ৫০০০ টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে     বলেও জানান তাহিরপুর উপজেলা   নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।  সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে ইউএনও বলেন পরিবেশ পরিস্থিতির উন্নতি হলে পর্যটক গণ আসতে কোন নিষেধ বাধাঁ নেই।  আপাতত ভ্রমণ না করার জন্য সকলকে অনুরোধ করেন।