ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্টিত হবে আজ সোমবার। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে পরিলক্ষিত হচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ছাতকের দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। প্রার্থীর পক্ষে ভোটারদের মন জয় করতে কর্মী-সমর্থকেরা গত কয়েক দিন ধরে চালিয়ে গেছেন জোর প্রচেষ্টা। রাত পোহালেই ভোট শুরু। ওই দু’টি ইউনিয়নে প্রার্থীদের জয়-পরাজয় নিয়ে আলোচনায় মেতে ওঠেছেন ভোটারসহ নির্বাচনী বিশ্লেষকরা। ভোটারদের আলাপচারিতায়ও প্রার্থীদের জয়-পরাজয়ের হিসেবে নিকেষ ফুটে ওঠছে।
তাদের মতে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে জয়-পরাজয় নির্ধারিত হবে। উপজেলার নোয়ারাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৫ জন। এর মধ্যে আলোচনায় আছেন মোট ৩ জন। সাবেক চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা চশমা প্রতীকে। তরুন প্রার্থী এম নাসির উদ্দীন আছেন মোটরসাইকেল নিয়ে। নৌকা নিয়ে আছেন আফজাল আবেদীন আবুল।
সিংচাপইড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন প্রার্থী।
নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে চশমা প্রতীকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল খালিক রাজা, নৌকা প্রতীকে লড়ছেন আফজাল আবেদীন আবুল, নাসির উদ্দীন লড়ছেন মোটর সাইকেল প্রতীকে, আনারস প্রতীকে লড়ছেন মোশারফ হোসেন ও ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সামছুর রহমান।
সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকে লড়াই করছেন বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী, নৌকা প্রতীকে লড়ছেন সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, লাঙ্গল প্রতীকে লড়ছেন আনোয়ার হোসেন, চশমা প্রতীকে লড়ছেন রাসেল মিয়া, সায়েম আহমদ লড়ছেন আনারস প্রতীক নিয়ে ও ফারুক মিয়া লড়ছেন রজনীগন্ধা প্রতীক নিয়ে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দু’টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৪২ হাজার ৭শ’ ১৪ জন। এর মধ্যে নোয়ারাই ইউনিয়নের মোট ভোটার ২৬ হাজার ১শ’ ৬৫জন ও সিংচাপইড় ইউনিয়নের মোট ভোট ১৬ হাজার ৫শত ৪৯। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটের দিন কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্যের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে। ফলে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ সম্পন্ন হবে।