• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গুলি করে সাংবাদিককে হত্যা

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৯, ২০২১
গুলি করে সাংবাদিককে হত্যা

বিবিএন ডেস্ক: মেক্সিকোয় গুলি করে সাংবাদিক গুস্তাভো সানচেজকে হত্যা করা হয়েছে। সানচেজ পুলিশের খবর প্রচারকারী একটি ওয়েবসাইটের সম্পাদক ছিলেন। এটা নিয়ে চলতি বছর মেক্সিকোয় দুজন সাংবাদিককে হত্যা করা হলো।

জীবননাশের ঝুঁকি বিবেচনায় সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশগুলোর একটি মেক্সিকো। সাংবাদিক হত্যার প্রতিবাদে দেশটিতে বিভিন্ন সময় বিক্ষোভ হতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ওয়াক্সাকা শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সানচেজ। এই সময় বন্দুকধারীরা গুলি ছুড়লে নিহত হন তিনি। বন্দুকধারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার হয়নি ঘাতক।

এর আগে ২০২০ সালের জুলাইয়ে সানচেজের ওপর এক দফা হামলা হয়েছিল। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।

এদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, চলতি বছর মেক্সিকোয় সানচেজসহ দুই সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর আগে দেশটির মধ্যাঞ্চলে এনরিকে গার্সিয়া নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার হয়েছে। তবে তাঁদের হত্যার পেছনে পেশাগত কোনো কারণ রয়েছে কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস আরও জানিয়েছে, জীবননাশের ঝুঁকি বিবেচনায় সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশগুলোর একটি মেক্সিকো। ২০০০ সালের পর থেকে দেশটিতে শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। মূলত রাজনীতি ও মাদক ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় দেশটিতে সাংবাদিকেরা হামলার শিকার হন।