• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় শনিবার আক্রান্ত ১০,৩২১ জন, ১৪ জনের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৯, ২০২১
ইংল্যান্ডে করোনায় শনিবার আক্রান্ত ১০,৩২১ জন, ১৪ জনের মৃত্যু

বিবিএন ডেস্ক : ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,৩২১ জন। এদিকে গতকাল শুক্রবার ছিলো ১০,৪৭৬জন, বৃহস্পতিবার ছিলো ১১,০০৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৬ লাখ ২০ হাজার ৯৬৮ জন।(ওয়ানবাংলা)

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩১৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪ জনের । গতকাল শুক্রবার ছিলো ১১ জন, বৃহস্পতিবার ছিলো ১৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৯৭০ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ২৬৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩২৫ জন।