ছাতক প্রতিনিধিঃ ছাতকে নোয়ারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী মুহাম্মদ নাসির উদ্দীনের নেতৃত্বে আজ গনমিছিল অনুষ্টিত হয়। মোটরসাইকেল প্রতিকের এই মিছিলে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।
কিশোর,যুবক,তরুণ, বৃদ্ধ সব বয়সের শ্রেনীপেশার মানুষের অংশ গ্রহনে মিছিলটি হয়ে উঠে প্রানবন্ত। বিশেষ করে তরুণদের উপস্হিতি ছিলো লক্ষনীয়।
বিকাল ৩ টায় মিছিল শুরু হয়ে সন্ধ্যা ৬ টায় টেংগার গাও গ্রামে গিয়ে সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে শেষ হয়।
সমাপনী বক্তৃতায় চেয়ারম্যান পদপ্রার্থী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ নাসির উদ্দীন ইউনিয়নের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা চাইলে পরিবর্তন সম্ভব। আপনারাই আমার শক্তি, আমার কাজের প্রেরণা। তারুণ্যের জয় হবেই হবে।
তিনি শিক্ষাবান্ধব ও যোগাযোগ বান্ধব ইউনিয়ন গড়ার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন।