• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নোয়ারাই ইউপি নির্বাচনে প্রবীনদের  সাথে নবীনের লড়াই

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৬, ২০২১
নোয়ারাই ইউপি নির্বাচনে প্রবীনদের  সাথে নবীনের লড়াই

বিবি এন নিউজ ডেস্কঃ ছাতকে নোয়ারাই ইউনিয়ন পরিষদ  নির্বাচন কে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা।  আর মাত্র হাতে গুনা কয়েকদিন বাকী।  নির্বাচনী প্রচারনা এখন তুঙ্গে। শেষ ধাপের নির্বাচনী প্রচারনা চলছে। নির্বাচনী বাতাসে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে ভোটের  মাঠ। প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ভোট চাচ্ছেন, দোয়া চাচ্ছেন, কেউ কেউ অংগীকার করছেন অসমাপ্ত কাজ সমাপ্ত করার।

এবারের ইউপি নির্বাচনে ৯ টি ওয়ার্ডে   চেয়ারম্যান পদে ৫ জন ও মেম্বার পদে ৪২ জন প্রতিদ্বন্দিতা করছেন।  এছাড়াও ১৩ জন নারী সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
গত ১১ ই এপ্রিল এ ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলে ও মহামারী করোনার কারনে নির্বাচন পিছিয়ে যায়। আগামী ২১ শে জুন সোমবার নোয়ারাই ইউনিয়ন ও সিংচাপইড় ইউনিয়নে একযোগে ভোট গ্রহন অনুষ্টিত হবে।

নোয়ারাই ইউনিয়নে বাংলাদেশ আ’লীগ মনোনীত আফজাল আবেদিন আবুল নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো জয়ী হওয়ার জন্য লড়ছেন। কিন্তু তার জন্য বড় বাধা  সদ্য বিদায়ী চেয়ারম্যান স্হানীয় আ’লীগ নেতা দেওয়ান পীর আব্দুল খালিক রাজা। তিনি চশমা প্রতীক নিয়ে প্রচারনা চালাচ্ছেন।

গত টার্মে আফজাল আবেদিন আবুল  নৌকা প্রতীক নিয়ে  বিপুল ভোটে পীর আব্দুল খালিক রাজার কাছে হেরে যান। এবার ও  বিদায়ী এই সাবেক চেয়ারম্যান তার চেয়ার ধরে রাখতে চান। নির্বাচনী মাঠে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলে ভিবিন্ন সুত্রে জানা গেছে। এ ছাড়া ও  আ”লীগের আরেক নেতা সামছুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে  প্রতিদ্বন্দিতা করছেন। সুতরাং দলের দুই বিদ্রোহী প্রার্থীকে ডিংগিয়ে নৌকার বিজয় নিশ্চত করা অনেকটা অসম্ভব বলে কেউ কেউ মনে করেন। খোজ নিয়ে জানা গেছে, একই দলের তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করায় দলের নেতা কর্মীরা পড়েছে বিপাকে। দলে বিদ্রোহী প্রার্থী থাকায় এবার ও নৌকার ভরাডুবি হবে বলে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রবাসী আ”লীগ নেতা  বিলাত বাংলাকে  জানিয়েছেন। তবে নির্বাচনে শেষ কথা বলতে কিছু নেই।  সাবেক চেয়ারম্যান হিসেবে আবুলের ও জনপ্রিয়তা কম নয় বলে ভিবিন্ন সুত্র নিশ্চিত করেছে। শেষ পর্যন্ত নৌকা চমক দেখাইলে দেখাইতে ও পারে!

বিএনপি স্হানীয় নির্বাচন বর্জন করলে ও  তাদের স্হানীয় নেতা মোশাররফ হোসেন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। শুরুতে তিনি প্রচারনা চালালে ও এখন তিনি অনেকটাই নিরব। এ ব্যাপারে  বিএনপির নেতা কর্মীরা মুখ খুলতে নারাজ। কিন্তু কেন, কি কারনে তিনি প্রচারনায় নেই তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

মুলত এই ৪ জন প্রার্থী বয়সে প্রবীন।  তাদের সাথে নবীন প্রার্থী হিসেবে মোহাম্মদ নাসির উদ্দীনের আভির্বাব ঘঠেছে। তিনি বয়সে তরুন। ক্লিন ইমেজ, উচ্চ শিক্ষিত, ভদ্র, নম্র হিসেবে তার সুনাম রয়েছে।  স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল নিয়ে, তিনি ইউনিয়নে পরিবর্তনের ডাক দিয়েছেন। তার এই ডাকে তরুন ও সচেতন সমাজ উজ্জীবিত। অবহেলিত ও পিছিয়ে পড়া ইউনিয়ন কে তিনি সামনে নিতে চান। মাদক ও দালাল মুক্ত ইউনিয়ন উপহার দিতে চান। স্বজনপ্রীতি আর দুর্নীতি কে তিনি কবর দিতে চান।  ভোট যুদ্ধে কে জিতবে?  নবীন না প্রবীন?  এ প্রশ্ন এখন ঘরে ঘরে।