• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ বিজিবির অভিযানে ভারতীয় পণ্য আটক।

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৬, ২০২১
সুনামগঞ্জ বিজিবির অভিযানে ভারতীয় পণ্য আটক।
লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ: ডুলুরা বিওপির টহল দল  বিশ্বম্ভরপুর উপজেলাধীন  শলুকাবাদ ইউনিয়নের কালিপুর নামক স্থান হতে ৫০ ঘনফুট ভারতীয় পাথর এবং ১ টি ইঞ্জিন চালিত নৌকা (ইঞ্জিনসহ) আটক করে, যার মূল্য ১,লক্ষ  ১৬ হাজার টাকা।

বালিয়াঘাটা বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন  উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ৩,হাজার পিস ভারতীয় বড়শীর ছিপ (বাঁশের) এবং ১.৫ ঘনফুট গোল কাঠ আটক করে, যার আনুমানিক মূল্য ৩১,হাজার  ৩০৬ – টাকা।

চারাগাঁও বিওপির টহল দল  তাহিরপুর উপজেলাধীন  উত্তর শ্রীপুর ইউনিয়নের জংগলবাড়ী নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩০,   হাজার টাকা।

বাঁশতলা বিওপির টহল দল  দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলনী নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৪ হাজার   ,৫শ টাকা  –

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যাল, বড়শির ছিপ ও গোল কাঠ বনভিট কার্যালয় এবং পাথর, ইঞ্জিন চালিত নৌকা (ইঞ্জিনসহ) শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।