• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধূমপান মানব দেহের  জন্য মারাত্মক ক্ষতিকর – সুনামগঞ্জ জেলা প্রশাসক

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৫, ২০২১
ধূমপান মানব দেহের  জন্য মারাত্মক ক্ষতিকর – সুনামগঞ্জ জেলা প্রশাসক
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ; সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, ধূমপান মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।  যার যার অবস্থান থেকে সচেতন ও সোচ্চার হলে ধূমপান নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব।  তামাকজাত দ্রব্যের অপব্যবহার আগের তুলনায় অনেক কম। প্রধান মন্ত্রী শেখ হাসিনা আরো কিছুদিন ক্ষমতাসীন থাকলে এটি আরো কমে আসবে। শুধু আইন করে নয় সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে ধূমপান নিয়ন্ত্রণে আনা যাবে।
১৫ জুন সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষ উপলক্ষে তামাক বিরোধী প্রচার প্রচারনা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের সংশ্লিষ্টদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা.শামস উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন সহকারী কমিশনার সম্রাট হোসেন।  এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, সহকারী কমিশনার ভূমি আরিফ আদনান, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম সেফু, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, ক্যাব সভাপতি আব্দুল আউয়াল, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মোহাম্মদ সাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, দৈনিক সুনামকনঠ সম্পাদক বিজন সেন রায়  সহকারী কমিশনার আসিফ আল জিনাত, এস এম রেজাউল করিম, এনডিসি রিফাতুল হক।  অনুষ্ঠান উপস্থাপন ক‌রেন সহকারী কমিশনার শিল্পী রানী মোদক।