• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সড়কে চলছে নৌকা

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৩, ২০২১
সড়কে চলছে নৌকা

চলাচলে রিকশার পরিবর্তে নৌকার ওপর ভরসা করছেন নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর ও পৌষার পুকুরপাড়সহ আশপাশের এলাকার বাসিন্দারা। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় এলাকার ব্যস্ততম সড়কগুলোতে যানবাহনের পরিবর্তে চলছে নৌকা।

রোববার (১৩ জুন) ফতুল্লার লালপুর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব রাস্তায় কোমর পানি জমে আছে। নৌকা ছাড়া চলাফেরা করার কোনো বিকল্প নাই। এক মিনিটের পথ রিকশাচালকদের তিনগুণ ভাড়া দিতে চাইলেও চালকরা যেতে রাজি নয়। সে পথ নৌকায় পাড়ি দিতে খরচ হচ্ছে ২০ টাকা। ফলে চমর ভোগান্তিতে পড়ছে এ এলাকার বাসিন্দারা।এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা (ডিএনডি) প্রকল্পের কাজ শুরু হওয়ার পর মানুষ ভেবেছিল টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে না। কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। রাস্তা থেকে শুরু করে মানুষের ঘরে এখন পানি আর পানি। মনে হচ্ছে এই এলাকায় বন্যা হয়ে আছে। প্রাইভেট গাড়ি অন্যস্থানে রেখে বাড়ি থেকে নৌকায় চড়ে শুকনো স্থানে গিয়ে গাড়িতে উঠে কর্মস্থলে যাচ্ছেন তারা।