• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে নোয়ারাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম নাসির উদ্দীনের দিনব্যাপী গনসংযোগ

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১২, ২০২১
ছাতকে নোয়ারাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম নাসির উদ্দীনের দিনব্যাপী গনসংযোগ

স্টাফ রিপোর্টারঃ ছাতক উপজেলার নোয়ারাই  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রাথী এম নাসির উদ্দীন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের  মৌলা, বন্দর গাও, সিংগের কাছ, কুপিয়া সহ বিভিন্ন গ্রামে গতকাল গনসংযোগ করেন।

বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভিন্ন গ্রামের গন্যমান্য  ব্যক্তিবর্গ তার এ গনসংযোগে অংশ গ্রহন করেন। এ সময় তিনি বাড়িবাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী  প্রতিক মোটর সাইকেলে ভোট প্রার্থনা করেন।
অনিয়ম, অব্যবস্হা, দুর্নীতি বন্দে এবং রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্হার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিবেন বলে তিনি  ভোটারদের প্রতিশ্রুতি দেন।

অন্যান্যদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, বেতুরার  জনাব আকবর আলি, আরাফাত আলি, আছান উল্লাহ, ফয়েজ আহমদ, দলিল লেখক  সোলাইমান আহমদ তালুকদার, শাহ নেওয়াজ, ফখর  উদ্দিন, মির্জাপুরের সফিক মিয়া, তাহিদ মিয়া, চানপুরের আবুল হাসনাত, আব্দু সহিদ,রংপুরের  রবিউল, মঈনুদ্দিন, বন্দর গাও গ্রামের আছমান আলী, মস্তাব আলী, নজির আলী, ইছমাইল আলী, ইউছুফ আলী, কুপিয়ার মখদ্দুছ খান সহ নাম না জানা আরো অনেকে

উল্লেখ আগামী ২১ শে জুন সোমবার  ভোট হবার কথা রয়েছে।