যে হাসপাতালে হতাহত ব্যক্তিদের নেওয়া হয়েছে, সেই হাসপাতালের এক চিকিৎসক এনডিটিভিকে বলেছেন, এ পর্যন্ত ১৮ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ১১ জন মারা গেছেন।
বিএমসির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলেছে, গতকাল রাত ১১টা নাগাদ এ দুর্ঘটনা ঘটেছে। সংস্থাটির মুখপাত্র রাম কদম বলেন, অবহেলার কারণে ওই ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন। একে হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।