বিবিএন নিউজ ডেস্ক : বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক অফিস সেক্রেটারী, সুনামগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতিরি সাবেক সভাপতি ও দুইবারের স্বর্ণ পদক প্রাপ্ত সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান এবং ছাতক এডুকেশন ট্রাস্টের প্রধান উপদেষ্টা, লন্ডনের বাংলাটাউন ক্যাশ এন্ড ক্যারীর স্বত্ত্বাধিকারী মরহুম আলহাজ্ব মোহাম্মদ গিয়াস মিয়া স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে ৭ জুন সোমবার।
ছাতক এডুকেশন ট্রাস্ট ও বাংলাটাউন ক্যাশ এন্ড ক্যারীর যৌথ উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
ছাতক এডুকেশন ট্রাস্টের সভাপতি ফজল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান আলী পরিচালনায় সভায় পরিবাররের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ছেলে মবিন মিয়া, ভাই বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারির পরিচালক রফিক হায়দার। ছাতক এডুকেশন ট্রাস্টের উপদেস্টা আলতাফুর রহমান মোজাহিদ, আশিকুর রহমান আশিক, আকতার হোসেন, ফারুক আহমদ, জমশেদ আলী, গয়াস মিয়া, আমিরুল হক জমির, কোষাধ্যক্ষ মোশাহিদ, শাকুর আলী, রইছ আলী, মুজিবুর রহমান, আতাউর রহমান আনসার, আব্দুল করিম খয়ের, রশিদ আহমদ, মিজানুর রহমান, জয়নাল আবেদিন, সাবেক কাউন্সিলার আব্দুশ শহিদ, মিতা চৌধুরী, বিসিএ এর প্রেসিডেন্ট এম এ মুনিম, জেনারেল সেক্রেটারী মিঠু চৌধুরী, জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের সেক্রেটারী এমদাদ তালুকদার, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি আব্দুল আলী রউফ, ফ্রেন্ড অব ছাতক এডুকেশন ট্রাস্টের সদস্য নুরুল হক লালা মিয়া, এলাই মিয়া, আব্দুল মুকিত চন্নু এমবিই প্রমুখ।