• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান- ২০২১ সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৮, ২০২১
সুনামগঞ্জে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান- ২০২১ সম্পন্ন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ; ৮ জুন,  সন্ধ্যা ৬ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,  মোঃ জাহাঙ্গীর হোসেন। জাতীয় শুদ্ধাচার পুরস্কার (২০২০-২০২১) এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কার গ্রহণ করেন উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (অ: দা:)  মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কার গ্রহণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার  জেবুন নাহার শাম্মী এবং ১১-২০ গ্রেডের শ্রেষ্ঠ কর্মচারী মধ্যে পুরস্কার গ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক  সাগর তালুকদার। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোঃ জসীম উদ্দিন; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  বিজন কুমার সিংহ; উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।