• ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতক বিদ্যুৎ অফিস থেকে সরকারি মিটার চুরির সময় ৪২টি মিটার আটক

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৫, ২০২১
ছাতক বিদ্যুৎ অফিস থেকে সরকারি মিটার চুরির সময় ৪২টি মিটার আটক

 

ছাতক প্রতিনিধি:ছাতকে বিদ্যুৎ বিভাগের দূর্নীতি চরম আকারে পৌছেছে। গ্রাহক হয়রানির সীমা নেই এখানে। মামলার ভয় দেখিয়ে এবং মিটার সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে কৌশলে টাকা আদায় করছে বিদ্যুৎ বিভাগের লোকজন। অফিস থেকেও চুরি হয়ে যাচ্ছে মিটার, তামার তারসহ সরকারি মূল্যবান যন্ত্রপাতি। গত ২৯ মে রাত ১১টার দিকে ছাতক বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন ৪২টি সরকারি মিটার চুরি করে নেয়ার সময় ধরা পড়েন। কার্যালয়ের স্টোর রোম থেকে আবুল হোসেন মিটারগুলো নিয়ে যাচ্ছিলেন। এসময় অফিসের অন্যান্যরা দেখে ফেলে তাকে আটক করেন। পরে ওই বিষয়টি অফিসজুড়ে জানাজানি হলে ৪২ টি মিটার অফিসের একটি কক্ষে রাখা হয়। যার বাজার মূল্য প্রায় ৩লাখ টাকা।

এ ব্যাপারে একজন লাইনম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাতক বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছেও পৃথক লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

মোবাইল ফোনে উপ-সহকারি প্রকৌশলী আবুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। মিটার সরানোর বিষয় নির্বাহী প্রকৌশলী স্বীকার করেছেন এমন প্রশ্ন করলে ফোনটি কেটে দেন। পরে বার বার চেষ্টা করলে ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ছাতক বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সর্দার ৪২টি মিটার সরিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেছেন।