• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উপলক্ষে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৪, ২০২১
সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উপলক্ষে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত
লতিফুর রহমান রাজু ,সুনামগঞ্জ: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন ২০২১ উপলক্ষ্যে জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তব্যে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ শামস উদ্দিন বলেছেন, মহামারি করোনায় স্বাস্থ্যকর্মীদের সাথে সংবাদ কর্মীরাও ফ্রন্টযোদ্ধা হিসেবে কাজ করেছেন। সুনামগঞ্জের সুরক্ষায় আমরা সবাই মিলে কাজ করতে চাই। ৫-১৯ জুন পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন এ আমি আপনাদের সহযোগিতা চাই এবং করোনা আক্রন্ত ইন্ডিপেন্ডেট টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাকির হোসেনর জন্য সবার কাছে দোয়া চাই।
তিনি আরো বলেন, অন্য বছর একদিনে এ ক্যাম্পেইন করা হতো করোনার কারণে এবার পক্ষকাল ব্যাপী করা হবে। এবং জেলার দুর্গম উপজেলা ধর্মপাশা, তাহরপুর, দোয়ারাবাজার দিরাই ও শাল্লা উপজেলার ৩৫ টি ইউনিয়নে ক্যাম্পেইন পরবর্তী আরো ৪ দিন এ কর্মসূচি চলবে। এ কর্মসূচিতে ৬-১১ মাস বয়সী ৪৪ হাজার ৩শ ৮৪ জন ও ১২-৫৯ মাসের ৩ লাখা ৫১ হাজার ৫শ ৩৯ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শুক্রবার সকাল ১১ টায় সুনামগঞ্জ ইপিআই ভবন কনফারেন্স রুমে সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন ডা. মোঃ শামস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থি ছিলেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ওমর ফারুক ও জেলার প্রিন্ট এবং ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাবাদিকরা।