লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনের সময় টাস্ক ফোর্সের আভিযানে অবৈধ বালুসহ ১৮ টি বলগেড নৌকা আটক করা হয়েছে। ৪জুন শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির ও ওসি আব্দুল লতিফ তরফদার এর নেতৃত্বে টাস্ক ফোর্স অভিযান চালিয়ে জাদুকাটা নদীর ঘাগটিয়া ও ঘাগড়া এলাকা থেকে স্টিল বডি বলগেড নৌকা ১০ হাজার ঘনফুট বালু সহ ১ হাজার ঘনফুট ধারণকৃত ১৮ টি নৌকা আটকের পর নৌকায় থাকা ৪৫ হাজার ঘনফুট বালু জব্দ দেখিয়ে রাত ৯ টায় প্রকাশ্যে নিলামের মাধ্যমে সরকারি ট্যাক্স ভ্যাট সহ ১০ লাক ৯ হাজার ১২৫ টাকায় নিলামে বিক্রি করা হয়।

এ সময় উন্মুক্ত নিলামে মোট ৪৫ হাজার ঘনফুট বালু ১০ পার্সেন্ট ভ্যাট এবং ৫ পার্সেন্ট টেক্স সহ সরকারি মূল্য ১২ টাকা নির্ধারণ করে নিলামের ওপেন ডাক দেয়া হলে স্থানীয় ১৯ জন ব্যবসায়ী অংশ গ্রহণ করেন। মোদেরগাও গ্রামের হাজ্বী জালাল উদ্দিনের ছেলে সোহাগ মিয়া প্রতি ঘনফুট বালু ১৯ টাকা ৫০ পয়সায় সর্বোচ্চ দর দাতা হিসেবে ১০লাখ ৯ হাজার ১২৫ টাকায় নিলামে বালু কিনে নেন।
টাস্ক ফোর্সের অভিযানে এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম, তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডর এস ও রাকিব হোসেন, বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দিন, লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির হাবিলদার মাহবুব, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আব্দুর রাকিব হোসেন পাঠান, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ, কামাল হোসেন আবির হাসান মানিক প্রমুখ।