• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কঙ্গোতে দুই গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত ৫০

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১, ২০২১
কঙ্গোতে দুই গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত ৫০

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে দুই গ্রামে বন্দুকধারীদের পৃথক হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। সোমবার রাতে দেশটির পূর্বাঞ্চলে ইতুরি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে।

ইসলামিক স্টেটস অব ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল) সংশ্লিষ্ট অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্স ইতুরি অঞ্চলের বোগা ও তিচাবিতে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জুলস এনগোঙগো।

অপরদিকে স্থানীয় সংসদ সদস্য গ্রাসিয়ান ইরাসান বলছেন, হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, হতাহতদের সরিয়ে নিতে সাতটি ট্রাক ওই এলাকায় পৌঁছেছে। হামলা থেকে পালিয়ে অনেকেই জঙ্গলে আশ্রয় নিয়েছেন।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

সূত্র : আলজাজিরা