• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝরে গেল ফ্রান্সের সড়কে

bilatbanglanews.com
প্রকাশিত মে ৩০, ২০২১
জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝরে গেল ফ্রান্সের সড়কে

বিশেষ প্রতিনিধি,জগন্নাথপুর থেকে ::ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুরের মোশাহিদ আলী নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মোশাহিদ উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। গতকাল শনিবার রাতে তার মৃত্যুর খবর জানা যায়।

মোশাহিদের স্বজনরা জানায়, ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য মোশাহিদ আলী ওরফে আলী মোহাম্মদ যুক্তরাজ্যে যান। সেখানে একবছর থাকার পর ফান্সের চলে যান মোশাহিদ। ফান্সের লিল শহরে বসবাস করে আসছিলেন তিনি। গত শুত্রবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে লিল শহরে চলন্ত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোশাহিদ আলী মারা যান।

মোশাহিদের বন্ধু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ বলেন, স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে উন্নত জীবন গড়ার জন্য ২০১৩ সালে প্রবাসে পাড়ি দেয় প্রিয় বন্ধু। তার অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত যুবকের চাচা আব্দুর রাকিব বলেন,মোশাহিদের
মৃত্যুতে তার পরিবারের লোকজন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মোশাহিদের মা বারবার কান্নায় মুর্ছা যাচ্ছেন। ৭ বোন ও ৩ ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।