বিবিএন নিউজ ডেস্ক: ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ভাতগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গিয়াস মিয়ার অনেক অবদান সমাজে বিদ্যমান রয়েছে। জাউয়াবাজারকে নিয়ে তিনি উন্নয়নের স্বপ্ন দেখতেন। উপজেলা বাস্তবায়নের দাবি নিয়ে অনেক দূর এগিয়ে ছিলেন তিনি। বর্তমানে এ নিয়ে অনেক লুকোচুরি হচ্ছে। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন অনেকেই। মরহুম গিয়াস মিয়া ছিলেন আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ। মুক্তিযুদ্ধের একজন প্রবাসী সংগঠকও ছিলেন তিনি। এলাকার উন্নয়নে তার ব্যাপক অবদান রয়েছে। তার অনুদানে এবং পরিশ্রমে এ অঞ্চলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এলাকা নিয়ে এ নির্লোভ মানুষের বেশ ক’টি স্বপ্ন ছিলো। এমপি মানিক মরহুম গিয়াস মিয়ার এসব স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন বলে বক্তব্যে তিনি উল্লেখ করেন। সোমবার (২৪মে) বিকেলে জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ মাঠে ভাতগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক মরহুম গিয়াস মিয়া স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বর্তমান আহবায়ক ও আওয়ামীলীগের কেন্দ্রীয় পরিষদ সদস্য এড.রাজ উদ্দিনের সভাপতিত্বে এবং জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মিছবাহ উজ জামান শিলুর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ আহমদ, ভাতগাও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির, চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত। বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, জাউয়াবাজার কলেজের ভাইস প্রিন্সিপাল মনি শংকর ভৌমিক, আব্দুল খালিক, ফয়জুল বারী, প্রভাষক নাজমুল হোসেন, আবুল হাসনাত, আসাদুর রহমান আসাদ, রুহেল আহমদ তালুকদার, মুহিবুর রহমান তালুকদার টুনু, গৌছ উদ্দিন খান, সাজিল হোসেন বাবুল, হেলাল উদ্দিন, আলমগীর হোসেন, রিয়াজ আহমদ, মিলাদ হোসেন শুভ, ইউনুছ খান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আছাদুর রহমান। সভায় উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা মাস্টার নাসির উদ্দিন, আফজাল হোসেন, আব্দুল মান্নান, মতিউর রহমান, সিরাজুল হক, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, আকলুছ মিয়া, আব্দুল খালিক, মাস্টার আব্দুল মুকিত, কদরিছ খান, সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান মোজাহিদ আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, শিক্ষক কবিরুল ইসলাম, জোয়াদ আলী, হাফিজ আমিন উদ্দিন, সৈয়দ আহমদ, এনামুল হক কাচা মিয়া, ইকবাল হোসেন, তৈয়বুর রহমান, জসিম উদ্দিন ভূইয়া, লিলু মিয়া তালুকদার, ফয়জুল করিম, আবু বকর, আফরোজ আলী, আজাদ মিয়া, আব্দুল করিম, হাজী জয়নাল আবেদীন, আব্দুল জালাল, বিমান ঘোষ, আনোয়ার হোসেন আলী, কৃপেশ চন্দ, আমতর আলী, গোলাম আহমদ তালুকদার নেহাল, শাহ এমরান, গৌছ উল হক নাইম, শিপলু আহমদ, মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।