• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে ৪০টি  আশ্রায়ন কেন্দ্রের ঘর উদ্বোধন করেন-এমপি রতন

bilatbanglanews.com
প্রকাশিত মে ২৩, ২০২১
তাহিরপুরে ৪০টি  আশ্রায়ন কেন্দ্রের ঘর উদ্বোধন করেন-এমপি রতন

লতিফুর রহমান  রাজু ,সুনামগঞ্জ : :সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টেকের ঘাটে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ৪০ টি ঘর শুভ উদ্বোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

রোববার (২৩ মে) বিকাল ২ টায় মুজিব বর্ষ উপলক্ষে  নবনির্মিত ৪০টি ঘর শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা  আওয়ামিলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা প্রকৌশলী মো: ইকবাল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম,  তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, মধ্যনগর বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ,ধর্মপাশা উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন,ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মো. নুরুজ্জামান, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন রিপন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতা রাহাদ হায়দার প্রমুখ সহ  আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ  স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।