তমাল পোদ্দার, ছাতক থেকে: ছাতকে একটি সরকারি কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভবন নির্মাণের জন্য ফাইলিংয়ের কাজ চলছে। কিন্তু ফাইলিং করার জন্য যে পিলার তৈরী করা হয়েছে সেটি নিম্ন মানের হওয়ায় মাটির তলদেশে যাওয়ার আগেই ভেঙ্গে পড়ছে। জানা যায়, উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণ কাজে ৬কোটি ৬লক্ষ ৪২হাজার ৭৭১ টাকার বরাদ্দ রয়েছে। ওই ভবন ও হলরুম নির্মাণে ফাইলিংয়ের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম আই ট্রেডিং এন্ড কোম্পানি। কাজের শুরু থেকেই ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। অভিযোগ উঠেছিলো উপজেলা পরিষদ চত্বরে তারা রাতের বেলা নিম্নমানের বালু-পাথর ও জং ধরা রড দিয়ে পিলার নির্মাণ করেছে।

ওই কারনে তারা কিছুদিন কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। ইতিমধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের প্রায় ১৮০ টি পিলার নির্মাণ করে ফাইলিং কাজ শুরু করেছে। ফাইলিং কাজের প্রথম দিকেই ক’টি পিলার ভেঙ্গে গেছে। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে সেখানে হৈচৈ পড়ে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন দ্রুত কাজ বন্ধ রেখে ভাঙ্গা পিলারের অংশ ট্রাকে করে রাতেরবেলা অন্যত্র সরিয়ে নিয়ে যায়। পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন জানান, উপজেলা সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণকাজের শুরু থেকেই অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। তিনি আশংকা প্রকাশ করে বলেন নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ হলে ভবনটি টেকসই হবেনা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া জানান, ফাইলিংয়ের সময় পিলার ভেঙ্গে পড়ার বিষয়টি তিনি জেনেছেন। শক্ত মাটির কারনে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান যাতে অনিয়ম করতে না পারে সেদিকে কড়া দৃষ্টি রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।