নিজস্ব প্রতিবেদক: মানুষ গড়ার কারিগর, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, সংস্কৃতিমনা, ধর্মপ্রান, পরোপকারী, সাদা মনের মানুষ অধ্যক্ষ শওকতুল হাসান চৌধুরী আর আমাদের মধ্যে আর বেঁচে নেই। গতরাত ১ঘটিকার সময় তিনি বাঘবাড়িস্থ বাসায় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। শওকতুল হাসান সাহেব নিজ গ্রাম ছাতকের মল্লিক পুর ও ছাতক শহর থেকে লেখাপড়া শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অনার্স, মাষ্টার্স ডিগ্রি নিয়ে ছাতক কলেজে দীর্ঘ ২৪ বছর সফলতার সাথে শিক্ষকতা করেন। পরবর্তী পর্যায়ে তিনি লিডিং ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার ও কন্ট্রলার অব এক্সামিনেশনস এবং সবশেষে তিনি জালালাবাদ ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। আজ বাদ জোহর শাহজালাল দরগা প্রাজ্ঞনে তাঁর প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।পরে দ্বিতীয় জানাজা ছাতকের মল্লিক পুরে আছরের নামাজের পর অনুষ্ঠিত হবে। অধ্যাপক শওকাতুল হাসানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি জননেতা কলিমউদ্দিন আহমদ মিলন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী,সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী প্রমুখ।
শওকত সাহেব মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে এবং তার সহধর্মীনিসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। আমরা তার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করছি তিনি যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন।