• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আওয়ামীলীগের ত্যাগী নেতা-কর্মীদের কমিটিতে মূল্যায়ন করা হবে:সাংসদ মানিক

bilatbanglanews.com
প্রকাশিত মে ২২, ২০২১
আওয়ামীলীগের ত্যাগী নেতা-কর্মীদের কমিটিতে মূল্যায়ন করা হবে:সাংসদ মানিক

 

ছাতক প্রতিনিধি: সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, উপজেলা আওয়ামীলীগের নবগঠিত সন্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সকল ইউনিয়নে আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। সম্মেলনের মধ্য দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হবে। এখানে কোনো পকেট কমিটি গঠনের সুযোগ নেই। দলের দূর্দিনে যারা এ এলাকায় আওয়ামীলীগের হাল ধরেছেন কমিটিতে তাদেরকেই মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাতকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক আওয়ামীলীগের একটি কমিটি গঠন করা হবে। গতবৃহস্পতিবার ছাতক উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, যুগ্ম আহবায়ক, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, যুগ্ম আহবায়ক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, যুগ্ম আহবায়ক এড.আশিক আলী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শামছুজ্জামান রাজা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, মোশাহিদ আলী, আফজাল হোসেন, মনি শংকর ভৌমিক, ইউপি চেয়ারম্যান মোজাহিদ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, হাজী আব্দুল করিম, আব্দুস সামাদ, ফারুক আহমদ সরকুম, আব্দুর রহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম প্রমুখ। সভায় সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল, আফতাব উদ্দিন, মাফিজ আলী, নাজমুল হোসেন, সাব্বির আহমদ, সহিদুল ইসলাম, ইউপি সদস্য ফজলু মিয়া, মখসুদুল হাসান আতর, আব্দুল মালিক সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার আগে উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।