ছাতক প্রতিনিধি:ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের মজলুম মুসলমানদের হত্যা ও আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদজুম্মা জাউয়া বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মসজিদের সম্মুখে বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ সভাপতি মাওলানা ছালেহ আহমদ। উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দীন।
উপস্থিত ছিলেন- উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক কে এম মুশাহিদ আলী,সহ বায়তুলমাল সম্পাদক হাফিজ ইমাম উদ্দীন, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ,ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান,জাউয়া বাজার ইউ /পি শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কপলা বাজার আঞ্চলিক শাখার সহ সভাপতি মাওলানা নুর আহমদ, সাবেক ছাত্র নেতা মুফতী আব্দুর রব,মাওলানা আবুল কালাম,মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আবরার মাহমুদ,মাওলানা আলী আকরাম,জুনাইদ আহমদ,হাফিজ আবুমুসা জাকারীয়া, আলী সুজন,শরীফ উদ্দীন,সোনাম হুসেন,সাইদুজ জামান রুকন,সহ প্রমুখ।