• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক

bilatbanglanews.com
প্রকাশিত মে ২১, ২০২১
তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক
লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ:  ২০ মে  সকাল ১১ টায় তাহিরপুর উপজেলার বড়দল (উত্তর) ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্য ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ২য় পর্যায়ের বরাদ্দকৃত ৭৬টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক,  মোঃ জাহাঙ্গীর হোসেন। এরপর তিনি একই উপজেলার বাদাঘাট ইউনিয়নে ১ম পর্যায়ে বরাদ্দকৃত নির্মিত ৭০টি ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার  পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (গোপনীয়)  মোঃ শাহারীয়ার আশরাফ; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময়ে তিনি মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ঘরসমূহের উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। উপকারভোগীদের জমি ও গৃহ প্রাপ্তি বিষয়ে কোন অভিযোগ আছে কিনা সে বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদ করেন। তিনি গৃহনির্মাণ ও ভূমি বন্দোবস্ত কাজে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।