• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শাল্লার নোয়াগাও গ্রামের ঘটনায় আরো ৬ ব্যাক্তিকে আটক করেছে ডিবি

bilatbanglanews.com
প্রকাশিত মে ২১, ২০২১
শাল্লার নোয়াগাও গ্রামের ঘটনায় আরো ৬ ব্যাক্তিকে আটক করেছে ডিবি
লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু পল্লীতে  হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনায় একলাছুর রহমান লিপনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।বুধবার দিবাগত রাতে জেলা ডিবি পুলিশের একটি দল দিরাই উপজেলা ও শাল্লার কাশিপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করেন।গ্রেফতারকৃতরা হলেন, শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে এখলাছুর রহমান লিপন (৩২), একই গ্রামের আ. রাজ্জাকের ছেলে জয়নুল মিয়া (৩৮), সাধু মিয়ার ছেলে বীর আলম (৪৫) ও পার্শ্ববর্তী দিরাই থানার সরমঙ্গল ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আ. মনাফের ছেলে মতিউর রহমান মতি মুন্সী (৬০), নাছনী গ্রামের ফয়জুল ইসলামের রাকিব হোসেন (২২) ও একই গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. শাহীন মিয়া (২৩)। এখলাছুর রহমান লিপন নোয়াগাঁও গ্রামে হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনার মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার।তিনি আরো বলেন, গত ২ মে থেকে নোয়াগাঁও গ্রামের ঘটনায় ৩টি মামলা তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। মামলার প্রধান আসামি যুবলীগ নেতা ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীন মিয়া ও মূল পরিকল্পনাকারী এখলাছুর রহমান লিপনসহ মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, নোয়াগাঁও গ্রামের ঘটনার তদন্ত করে ঘটনার মূল পরিকল্পনাকারী এখলাছুর রহমান লিপনসহ ৬ জনকে শনাক্ত করে বুধবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।