• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত মে ১৬, ২০২১
জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

বিবিএন নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন, কুবাজপুর গ্রামের কাচা রবি দাসের স্ত্রী চান মতি রবিদাস (৪৫), ও উনার ছেলে অরুণ রবিদাস (১১) এবং একই উপজেলার পাটলী ইউনিয়নে এরালিয়া মোহাম্মদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না মিয়া (৬৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় তাদেরকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মা ও ছেলের মৃত্যুর ছেলের বিষয়ে জগন্নাথপুর উপজেলার আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির সার্ভিস লাইন ছিঁড়ে পুকুরে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটে।