• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন দৃষ্টি প্রতিবন্ধী বাউল শিল্পী গোলাপ মিয়া

bilatbanglanews.com
প্রকাশিত মে ১১, ২০২১
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন দৃষ্টি প্রতিবন্ধী বাউল শিল্পী গোলাপ মিয়া
লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ: ১১ মে,  সকালে  প্রধানমন্ত্রীর ঈদ উপহার দৃষ্টি প্রতিবন্ধী বাউল শিল্পী গোলাপ মিয়ার হাতে তুলে দেন সুনামগঞ্জের        জেলা প্রশাসক, মোঃ জাহাঙ্গীর হোসেন। উপহার সামগ্রীর মধ্যে নগদ অর্থ, ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, সুনামগঞ্জ সদর উপজেলার খাইয়ারগাঁও গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী বাউল শিল্পী গোলাপ মিয়া গান গেয়ে উপার্জন করে সংসার চালাতেন। করোনা মহামারিতে চলমান লকডাউনের কারণে তার উপার্জন বন্ধ হয়ে যায়। সাত সদস্যদের সংসার নিয়ে বিপাকে পড়ে আজ জেলা প্রশাসক  এর সাথে সাক্ষাৎ করলে তিনি তাকে  প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন। এসময় উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ  মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোঃ জসীম উদ্দিন, জেলা কালচারাল অফিসার  আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী সন্তোষ চন্দ্র  সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।