• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন সাংসদ মানিক

bilatbanglanews.com
প্রকাশিত মে ৯, ২০২১
ছাতকে খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন সাংসদ মানিক

 

বিবিএন নিউজ ডেস্ক: ছাতকে খাদ্য বিভাগের উদ্যোগে গুদামে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার সকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় কৃষকদের কাছ থেকে সরাসরি ২৭ টাকা কেজি ধরে ৫ মেট্রিক টন বুরো ধান সংগ্রহ করা হয়। চলতি মৌসুমে ১৯০৬ মেট্রিক টন বুরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রবিবার ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, ছাতক খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, বিল্লাল আহমদ, আওয়ামীলীগ নেতা ইশতিয়াক তানভীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম প্রমুখ।