সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ থেকে সড়ক পথে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
শনিিবার দিবাগত রাতে সড়ক পথে ঢাকা যাওয়ার পথেই নরসিংদী জেলায় দুর্ঘটনার শিকার হন তিনি। বর্তমানে তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।বিষয়টি নিশ্চিত করে খায়রুল হুদা চপলের ব্যাক্তিগত সহকারী অরিন্দম মৈত্র অমিয় বলেন, দুর্ঘটনায় উনার পায়ে গুরুতর আঘাত পেয়েছেন, বর্তমানে ঢাকার একটি হাসপাতালে উনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।