• ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ই‌দ্রিস আলী বীরপ্রতীক‌কে আহবায়ক করে দোয়ারাবাজার আ’লীগের প্রস্তুতি কমিটি গঠন

bilatbanglanews.com
প্রকাশিত মে ৬, ২০২১
ই‌দ্রিস আলী বীরপ্রতীক‌কে আহবায়ক করে দোয়ারাবাজার আ’লীগের প্রস্তুতি কমিটি গঠন

‌নিজস্ব প্রতিবেদক: দোয়ারা বাজার উপ‌জেলা প্রস্তু‌তি ক‌মি‌টির আহ্বায়ক করা হ‌য়ে‌ছে বীরমু‌ক্তি‌যোদ্ধা ই‌দ্রিস আলী বীরপ্রতীক‌কে।
যুগ্ম আহ্বায়ক করা হ‌য়ে‌ছে, ফ‌রিদ আহমদ তা‌রেক,আ‌মিরুল হক, আব্দুল খা‌লিক, দেওয়ান তানভীর আশরা‌ফি‌কে। এছাড়‌া সদস্য করা হ‌য়ে‌ছে ২৬জন‌কে।
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন সাক্ষরিত  কমিটি অনুমোদন করা হয়েছে।